সুস্থ থাকুন, শরীরকে শক্তিশালী রাখুন সব ধরণের রোগ-ব্যাধীর বিরুদ্ধে।


চলমান সময়ে আমরা আমাদের আশেপাশে প্রায় প্রতিটি পরিবারে দেখতে পাচ্ছি কেও না কেও অসুস্থ অবস্থায় প্রতিদিন ঔষধ সেবনের সাথে জীবন যাপন করছেন। আর এটাকে আমরা স্বাভাবিক হিসেবে ধরে নিচ্ছি। অথচ সারাবিশ্বের এক শ্রেণীর সচেতন মানুষ, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাক্তার মনে করছেন না যে এটা স্বাভাবিক, বরং তাঁরা বলছেন যে, এতো বেশী অসুস্থতা মূলত হচ্ছে আমাদের অসচেতন ও অস্বাস্থ্যকর আচরণের কারণে। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পরামর্শও দিচ্ছেন তাঁরা।

আজীবন ঔষধ সেবনের মাধ্যমে অসুখকে লালন করে চলা ভালো কোনো সিদ্ধান্ত নয়। নীচের এই ৭ টি বিষয়বস্তুর ব্যাপারে সচেতন থেকে আমাদের সুস্থতাকে অনেকটাই অর্জন করে ফেলতে পারি।

(১) অলসতা এবং এলোমেলো চলা বন্ধ করা।

(২) সঠিক সময়ে ও পর্যাপ্ত ঘুমানো। এশা'র পর পর ঘুমিয়ে পড়া এবং পর্যাপ্ত পরিমান ঘুমানো।

(৩) খাদ্য:

প্রাকৃতিক ও ভালো মানের খাদ্য গ্রহণ করা।

(৪) পর্যাপ্ত পানি পান করা। কমও নয়, আবার অতিরিক্তও নয়।

(৫) মানসিক স্বাস্থের যত্ন নেয়া। মনকে শান্ত রাখা বা মানসিক অস্থিরতা থেকে দূরে থাকা। এজন্য:

(৬) প্রতিদিন শারীরিক পরিশ্রম করা। দৈনন্দিন রুটিনে শারীরিক পরিশ্রমের কোনো কাজ না থাকলে:

(৭) প্রতিদিন খোলা যায়গায় (কমপক্ষে বাড়ির ছাদে) কিছু সময় কাটানোর চেষ্টা করা। বুক ভরে তাজা শ্বাস নেয়া। আর সূর্যের আলো গায়ে লাগানো।