পশু-প্রাণীরা সিজন আসলে প্রেম করে। একটা প্রেম তার একটা প্রজেক্ট। প্রজেক্ট শেষ, সেই পার্টনারের সাথে লিংক শেষ।
কিন্তু মানুষ একম নয়।
মানুষের আছে স্মৃতি, মন, মস্তিষ্ক। মানুষের মনে-স্মৃতিতে সবকিছু দাগ কাটে। আর কৃকর্মের দাগ আর তার অভ্যাস মুছে যায় না সহজে। যত অবৈধ কাজ সে করতে থাকে, তত তার হৃদয়ে দাগ পড়তে থাকে। মানুষ চাইলেই সেগুলে ভুলে যেতে পারে না, সেই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে না।
তাই পশু-প্রাণীর জন্য প্রেম বৈধ। কিন্তু মানুষের জন্য নয়।
বাস্তব জীবনে আমরা তাই প্রেমের নানা রকম বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাই। প্রগাঢ় প্রেমে যারা একদিন ব্যাকুল ছিলো, সেই প্রগাঢ় প্রেম তাদের জন্য যথেষ্ট হয় না। আর প্রেমিক প্রেমিকাদের জীবন বিশৃংখল হতে দেখা যায় ভুরি ভুরি।
বিজ্ঞানও সেই সাক্ষ্যই দেয়।
তবে, এর নিরময়ও আছে। প্রেম না করলেও মানুষ অন্য গুনাহ করে। আর সেগুলো থেকে ফিরে এসে প্রশান্তির সুযোগও আছে।
অনেক তো দেখলেন। আর কতো। এবার একটু থামুন না। থেমে, একটু ভাবুন।
পছন্দ করা, ভালো লাগা, ভালোবাসা…… শব্দগুলোর কোনো দোষ নেই। কথাগুলো সুন্দর। কিন্তু এগুলোর প্রয়োগ যখন বিপথে, তখন শব্দগুলো সৌন্দর্য হারায়, মাহাত্ম হারায়, জগত-সংসারে নিয়ে আসে বিশৃংখলা। দু'টি মানুষের জীবনকে উচ্ছন্নে তোলে। তাদের নিজেদের জীবন, পরিবার, এমনকি পরিবেশকে বিপর্যস্ত করার রাস্তা করে দেয়।
বাস্তব জীবনে আমরা প্রেমের নানা রকম বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাই। প্রেমিক-প্রেমিকার ছেলে-মেয়েদের মধ্যে তো বটেই। এমনকি তাদের নিজেদের সংসার বিশৃংখল হতে দেখা যায় ভুরি ভুরি। তাদের একদিনের সেই প্রেম "সফল" হয়ে বিয়েতে পরিণতি লাভ করার পরে কি হয়? সেই প্রগাঢ় প্রেমের নেশা কেটে যায়? নকি অন্য কিছু?
যারা এই কাজে একবার ভালোভাবে এতে মজে গেছে, তাদের জীবন বিয়ের পরে আর সুন্দর থকে না কেন? কারণ এটা যে নেশা। তাই, বিয়ের পরেও এই লাভ-লাভ লুকোচুরী খেলা দরকার পড়ে। ফলে পরকীয়া অবশ্যম্ভাবী হয়ে পড়ে….
খেয়াল-খুশীমতো জীবন নিয়ে খেলা করা "মানুষ" এর কাজ নয়।
সৃষ্টিকর্তা আল্লাহ্ তায়ালা তাকে জীবন ও পৃথিবীকে গড়ার জন্য এখানে পাঠিয়েছেন। কিভাবে জীবন গড়তে হবে সেটাও জানিয়েছেন, আমাদের রাসুল (স.) এর জীবনীতে।
সময় অত্যন্ত মূল্যবান। আসুন সময় নষ্ট না করি, সীরাত পড়ি। সঠিকভাবে জীবন গড়ায় চেষ্টা করতে থাকি।
>আল্লাহ্ তায়ালা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সত্য-মিথ্যা বোঝার তৌফিক দান করুন। আমীন।