পর্ণগ্রাফি দেখার নেশায় আজ ডুবে যাচ্ছে তরুণ সমাজ সহ বিভিন্ন বয়সের মানুষ। তাদের অনেকেই প্রশ্ন করে থাকে, পর্ণগ্রাফি থেকে কিভাবে ফিরে আসবো?

এটা একটা নেশা, এই নেশা থেকে বের হতে চাইলেও, সেটা সম্ভব হয় না জালে আটকে থাকার মতো অসহায় বোধ করে সে। শুধু মাত্র '‌ছেড়ে দিতে চাই' এই চিন্তাটা যথেষ্ট নয়। বের হতে হলে প্রয়োজন একটা শক্ত মানসিকতা তৈরী করা। পাশাপাশি, মনকে এমন কিছু খোরাক দিতে হবে, যেটা নিয়ে সে ব্যস্ত থাকে। আর এই খোরাক হিসেবে সবচেয়ে ভালো কোন জিনিসটা হতে পারে,আসুন দেখি।

শিকারীর টোপ খেতে খেতে বেখেয়ালে কখন ফাঁদের ভেতরে পা দিয়ে ফেলে প্রাণীটি সেটা বুঝতেও পারে না। যখন পা আটকে যায়, তখন আর টানাটানি করে মুক্তি মেলে না। এরকমই নানা ফাঁদ পাতা আছে আজকের এই অত্যাধুনিক পৃথিবীতে। পর্ণগ্রাফি তাদের মধ্যে অন্যতম। এ থেকে বের হওয়া সহজ নয়। কেননা এর মধ্যে আছে প্রবল আকর্ষণ, পর্ণগ্রাফি হয়ে উঠেছে সহজলভ্য, সমাজ-পরিবার কেও জানতে পারছে না - আছে গোপনীয়তার সুযোগ।

এখানে কিছু পদক্ষেপের কথা বলতে চায়, যা এই নেশা থেকে বাঁচাতে সাহায করবে ইন'শা আল্লাহ্‌।

পর্ণগ্রাফি থেকে বাঁচার জন্য ৪টি পদক্ষেপের কথা বলবো।

ক. পর্ণগ্রাফির বিরুদ্ধে শক্তিশালী মানসিকতা তৈরী করা
খ. মনকে ব্যস্ত থাকার ব্যবস্থা করা
গ. সুস্থ পরিবেশ তৈরী করা
ঘ. যথাসময়ে বিয়ে করা
প্রথম তিনটি কাজএই সাথে শুরু করতে হবে। চতুর্থটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের জন্য।

ক. পর্ণগ্রাফির বিরুদ্ধে শক্ত মানসিকতা তৈরী করা:

পর্ণগ্রাফি খারাপ, একথা জানেন মানেন এবং এটা থেকে বের হতে চান। কিন্তু শুধু "খারাপ" এটুকু জানা যথেষ্ট নয়। এর বিরুদ্ধে শক্ত মানসিকতা তৈরী করার জন্য জানুন এটা কিভাব দীর্ঘ মেয়াদে ধীরে ধীরে ক্ষতি করে থাকে। যেমন:

খ. মনকে ব্যস্ত থাকার উপকরণ দেয়া

বিস্তারিত পরবর্তি পোস্টে। লিংক পোস্টের শেষে।

গ. সুস্থ পরিবেশ তৈরী করা

বিস্তারিত পরবর্তি পোস্টে। লিংক পোস্টের শেষে।

ঘ. বিয়ে করতে হবে যথা সময়ে

ক্যারিয়ার ইত্যাদির চিন্তা ঝেড়ে ফেলুন। একটির জন্য অন্যটি স্যাক্রিফাইস করাটা কি ঠিক হচ্ছে? একটা উপকারের আশায় অন্য একটা ক্ষতি হচ্ছে। কোনটার লাভ কতটুকু, আর কোনটার ক্ষতি কতটুকু এটা পরিমাপ করাও আমাদের পক্ষে সম্ভব নয়।

বিয়ে করুন বয়স হবার সাথে সাথে। বিয়ে আপনাকে পাপ থেকে বাঁচাবে, শরীরের ক্ষতি থেকে বাঁচাবে, বিকৃত চিন্তা থেকে বাঁচাবে। অপরাধ থেকে বাঁচাবে। সুস্থতার দিকে নিয়ে যাবে।