অনেক সময় আমরা অন্যের কাছে এমন ভাব দেখাই যে - আমি সব জানি, আমি যেটা জানি সেই সঠিক। আবার কোনো কোনো সময় বলি আমি তো জানি না, তখন এমন ভাব দেখাই যেন এসব জানা আমার কর্তব্যের মধ্যেই পড়ে না। সবাই সবকিছু জানবে সেটা নয়, তবে সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে কতটুকু জানা দরকার, সেটা জানতে হবে, আর সেই সব জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে।
ইসলামী জ্ঞান অর্জন-এর বিষয়টি আমাদের সমাজে সেরকম গুরুত্ব পায় না। হঠাৎ কোনো আলোচনা শুনতে গেলে একেক সময় ইসলামকে একেক রকম মনে হয়। কখনো কঠিন, তো কখনো আরো কঠিন। ধাপে ধাপে ও ধারাবাহিকতার সাথে শেখা হলে আমাদের জন্য বিষয়টা এমন হতো না।
জানার আছে অনেক কিছু। নাকি সামান্য? এ নিয়ে আলোচনা এখানে করতে চাই না। আমরা যেটা করতে চাই তা হলো:
কবরে যাবার আগে কবরের জন্য কিছু সঞ্চয় করে নেয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আসুন কিছুটা সময় আমাদের এই পোষ্টগুলো পড়ার জন্য ব্যায় করি। একটি করে ইসলামী আলোচনা পড়ার জন্য একটা সময় নিদিষ্ট করে নিন।
এবার জ্ঞান অর্জনের বিষয় ও জ্ঞানের বিশালতার দিকে কিছুটা দৃষ্টিপাত করার চেষ্টা করি।
আপনার যদি মনে হয়, আমি অনেকটাই জানি, একটু আধটু জানলে ভালো, তাহলেও ঠিক আছে। একটু আধটুই জানুন, যে বিষয়টায় ঘাটতি অনুভব করছেন সেইটা নিয়ে জানার চেষ্টা করুন।
যদি মনে হয় জানতে গেলে তো অনেক জানার আছে সে এক মহা সমুদ্র, কিভাবে সম্ভব। এমন মনে হলে ছোট করে দিচ্ছি আপনার সিলেবাস। আপনার জন্য পরামর্শ হলো--
নামাজ সম্পর্কে জানুন - এই একটি মাত্র জিনিস, সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করতে হবে, চেষ্টা করার জন্য জানতে হবে এর সম্পর্কে একটু ভালোভাবে। আর সেই সাথে সাবধান থাকা প্রয়োজন - জুলুম করা থেকে বেঁচে থাকা, হারাম সম্পর্কে সাবধান থাকা, শিরক থেকে মুক্ত থাকার মতো বিষয় গুলো।