একটু আগাতে চাই ইসলামে - কোথা থেকে শুরু করবো

"আমি জানি আমার কিছু কিছু বিষয় যুক্ত করা প্রয়োজন, কিন্তু সেটা হয়ে উঠছে না।"

ছোট্ট ছোট্ট করে এবং সহজ ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করবো আমাদের করণীয়গুলো, আশাকরি আমাদের আলোচনাগুলো অনুসরণ করলে এই সমস্যার সমাধান হবে। অর্থাৎ একটু একটু করে একান্ত করণীয় কাজগুলো আমাদের জীবনে আমরা যুক্ত করে নিতে পারবো।

আমার কি মেরামত দরকার?

"আমি যা কিছু করি তাতে সবকিছু ঠিকঠাকই আছে। আমার কি আর কোনো মেরামত প্রয়োজন আছে?"

আমাদের এ দেশ এক সময় নিশ্চয় হিন্দু প্রধান এলাকা ছিল, তাইতো পুরনো এলাকার নাম গুলোতে হিন্দু নামের ছড়াছড়ি। ভালোভাবে দৃষ্টি দিলে দেখা যায় আমাদের দেশের সংস্কৃতির পরতে পরতে হিন্দুয়ানি ভাব ধারা।

আবার আমাদের দেশের বেশীরভাগ মানুষ ছিলো দরিদ্র ও অশিক্ষিত। তাদের কুসংস্কার লালন এবং জ্ঞান চর্চা ও সচেতনতার অভাব ছিল প্রাচীনকাল থেকে। তাদের বংশ পরম্পরায় সেইসব ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে সমাজে।

ইসলামী জ্ঞান অর্জনের বিষয়টি আমাদের সমাজে অনেকটা উপেক্ষিত। আমরা আমাদের ইসলামী জ্ঞান, অভিজ্ঞদের কাছ থেকে জেনে বুঝে নেয়ার পরিবর্তে, অপরকে দেখে দেখে শিখে নিয়েছি, তাই আমাদের মধ্যে অনেক ভুল-ত্রুটি থাকা স্বাভাবিক।

একটু একটু করে যদি আমরা আলোচনা করি, তাহলেই বুঝতে পারবো, কোন ভুলটা আমারা মধ্যে রয়ে গেছে।