করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আমাদের করণীয় মূলত দু'টি:

(১) আল্লাহ্‌র কাছে আশ্রয় চাওয়া

(২) স্বাস্থ্যগত সাবধানতা অবলম্বন করা

আর সেই লক্ষ্যে আমরা যেভাবে কাজ করতে পারি, তা হলো-

মানসিক প্রস্তুতি:

খাবার ও লাইফস্ইল:

আমাদের নিজেদের শরিরকে জীবানু প্রতিরোধের জন্য প্রস্তুত রাখা। আর এজন্য আমাদের খাবার ও লাইফস্ইলের এর গুরুত্ব অপরিসীম।

ইবাদত-বন্দেগী:

পরিশেষে:

করোনা ভাইরাস-এর কারণে আমরা কিছুটা ভয় পেয়েছি, কিছুটা শংকা, কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, পেয়েছি কিছুটা ভাববার খোরাক, আর পেয়েছি কিছুটা অবসর।

"কোভিড ১৯" একটি ভাইরাস, যার মাধ্যমে সারা বিশ্বের দাপট দেখানো রাষ্ট্রগুলোকেও নাড়িয়ে দিয়েছে আল্লাহ্‌ তায়ালা। আল্লাহ্‌র অনেক সাবধানবাণী রয়েছে কুরআনে, যা তারাও মানতে চায় না,আমরাও মানতে চাই না, গুরুত্ব দেই না। তারা তাদের ভুল বুঝুক আর না বুঝুক, আমার ভুল শুধরানোর সুযোগ আমার নেয়া উচিত।

আসুন - সঠিকভাবে চিন্তা করি, আর কিছু ভালো অভ্যাস তৈরী করি।

বিশৃংখল জাতী হিসেবে আর কত দিন। কেও আমাদের বদলে দেবে না। আমাকে নিজেকে বদলাতে হবে, নিজের জন্য।