"এসো ইসলাম চর্চা করি" - কেন? আমরা কি চর্চা করছি না?
"ইসলাম খুব কঠিন"। কতটা কঠিন?
আসলেই কি অনেক অনেক কাজ? আসুন একটু বুঝে দেখি।
কোন কাজটির গুরুত্ব বেশী? কোনটি আগে করা দরকার?
আসুন জেনে দেখি।
কেন আবার ইসলাম চর্চা?
(এক) আমরা অনেকেই এক এক সময় আর একটু ভালো করে ইসলাম মেনে চলতে আগ্রহী হই। একটু জানা প্রয়োজন, এমনটা ভাবতে ভাবতে পরক্ষণেই
জাগতিক নানা ছলনা আমাদের সেই ভাবনায়
ছেদ পড়ে - আপাতত থাক, ইসলাম নিয়ে অবসরে আবার কখনো ভাবা যাবে। এভাবেই সময় চলে যাচ্ছে।
(দুই) জানি সবই কিন্তু অনুশীলন শুরু করবো-করছি ভাবতে থাকি, বাস্তবে করা আর হয়ে উঠে না।
(তিন) ইসলাম নিয়ে নাড়াচড়া করতে গিয়ে গিয়ে দ্বিধায় পড়ে যাই একই বিষয়ে 'একাধিক মত'। কার কথা মানবো, কোন দিকে যাবো বুঝতে পারিনা, কোনটা করা উচিত, কোনটা নয়।
(চার) সমাজের গতানুগতিকতার মধ্যে ইসলামিক আর অনৈসলামিক কাজ কর্ম মিলে এক জগাখিচুড়ি তৈরী হয়েছে। সেই সব চিন্তাধারায় কিছু সংস্কার প্রয়োজন আছে কি-না, সেটাও জানা দরকার।
(পাঁচ) অনেক ভালো কাজ করার পাশাপাশি বে-খেয়ালে আমরা অনেক পাপ কাজও করে চলেছি।
অথবা এমন কিছু দায়িত্ব পালন করছি না, যেটার জন্য হয়তো আলাদা করে অনেকটা সময় বা শ্রম বা অর্থ ব্যয় করাও প্রয়োজন নাই। একটু সচেতনতার অভাব মাত্র।
এরকম বিষয় গুলো নিয়ে আলোচনা করার প্রত্যাশা নিয়ে, বয়সে কিংবা জ্ঞানে যারা তরুণ, তাদেরকে সাথে নিয়ে চলার আগ্রহ থেকে আমাদের এই প্রচেষ্টা।
আমাদের সবার লক্ষ্য 'শান্তির খোঁজ' এই লক্ষ্য নিয়ে চলুন আমরা আমাদের পথচলাকে সুস্থ-সুন্দর সহজ করে তুলতে সচেষ্ট হই। সব বিভ্রান্তি ঝেড়ে ফেলে, আসুন একটু এগিয়ে আসি, প্রকৃত ইসলাম চর্চা করি।
আল্লাহ্ আমাদের প্রচেষ্টা ও সৎ কর্মগুলো কবুল করুন, সার্থক করুন।